logo
আপডেট : 7 April, 2020 23:44
জাপানে জরুরি অবস্থা ঘোষণা
মেইল রিপোর্ট

জাপানে জরুরি অবস্থা ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান। মঙ্গলবার প্রধানমন্ত্রী শিনজো আবে এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রণোদনা প্যাকেজও ঘোষণা করেছেন।

জরুরি অবস্থা জারির মাধ্যমে জনগণকে বাড়িতে রাখতে ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে সরকারকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। আগামী ৬ মে পর্যন্ত রাজধানী টোকিওসহ সাতটি অঞ্চলে এ জরুরি অবস্থা জারি থাকবে।

টেলিভিশনে দেওয়া ভাষণে আবে বলেছেন, ‘সব নাগরিকের  জন্য এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের পদক্ষেপ পরিবর্তন করা। আমরা সবাই যদি অন্তত ৭০ শতাংশ কিংবা আদর্শভাবে ৮০ শতাংশ যোগাযোগ অন্যের সঙ্গে কমিয়ে আনতে পারি তাহলে দুই সপ্তাহের মধ্যে সংখ্যা কমিয়ে আনতে পারব।’

আবে সরকার অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৯৯০ বিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজও ঘোষণা করেছে। এই প্যাকেজ বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ জাপানের মোট অর্থনৈতিক উৎপাদনের ২০ শতাংশ।

গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে টোকিও করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে এক হাজার ২০০ তে পৌঁছেছে। সোমবারের তথ্য অনুযায়ী, দেশটিতেতে করোনা আক্রান্তের সংখ্যা চার হাজারে পৌঁছেছে এবং ৯৩ জনের মৃত্যু হয়েছে।