logo
আপডেট : 15 April, 2020 20:03
বিপদ আল্লাহর রহমত যদি...
রিয়াজুল হক

বিপদ আল্লাহর রহমত যদি...

মানুষ বিপদে পড়লে যদি বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করা বাড়িয়ে দেয়, তবে সেই বিপদ হচ্ছে মানুষের জন্য আল্লাহর রহমত।

ঠিক বিপরীত ভাবে, মানুষ বিপদে পড়লে যদি বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য পাপে নিমজ্জিত হয়, তবে সেই বিপদ হচ্ছে মানুষের প্রতি আল্লাহর আযাব।

হাদিসে আছে, যে ব্যক্তি ক্ষমা প্রার্থনাকে নিজের জন্য অবশ্যই কর্তব্য করে নেয়, আল্লাহ তার সমস্ত কষ্ট ও অসুবিধা দূর করে দেন, সংকীর্ণতা থেকে প্রশস্ততা দান করেন এবং এমন স্থান থেকে তাকে রিযিক দান করেন, যা সে কল্পনাও করে না।

আমরা যে করোনা'কে ভয় পাচ্ছি, এই মহামারি নামক বিপদ আমাদের জন্য মহান আল্লাহ তায়ালার রহমত নাকি আযাব, সেটা কিন্তু আমাদের উপরই নির্ভর করছে। আল্লাহ কে ডাকুন। বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ্।


লেখক: যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।