logo
আপডেট : 18 April, 2020 22:54
কেঁদেই চলেছে মাজেদ কন্যা হুমায়রা
চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বঙ্গবন্ধুর খুনী মাজেদের স্ত্রী অসুস্থ জরিনা

চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বঙ্গবন্ধুর খুনী মাজেদের স্ত্রী অসুস্থ জরিনা

ভারতীয় স্ত্রী ও শিশু কন্যার সাথে মাজেদ। ৪/৫ বছর আগের তোলা ছবি।

সুজিত ভৌমিক, কলকাতা: মোবাইলে আব্বার ছবি বের করে সমানে কেঁদে চলেছে পার্ক স্ট্রিটের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী ছ’বছরের হুমায়রা। ইতিমধ্যেই সে জেনে গিয়েছে, তার ‘আব্বা’ আর ফিরবে না। আর কোনওদিন তাকে ইংরেজিও পড়াবে না। বাংলাদেশে তাঁকে ফাঁসি দেওয়া হয়েছে।
এদিকে, আব্দুল মাজেদের ফাঁসির খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন তাঁর ভারতীয় স্ত্রী জরিনা বেগম। আগে থেকেই স্নায়ুরোগে ভুগছিলেন জরিনা। এই অসুখের কারণে মাঝেমধ্যে হঠাত্ করেই তাঁর হাত-পা শিথিল হয়ে যায়। স্বামী হারানোর আঘাত যেন সেই অসুখে বাড়তি মাত্রা যোগ করেছে। বাগনানে বাপের বাড়িতে এখন কার্যত শয্যাশায়ী জরিনা বেগম। বিধ্বস্ত গলায় ফোনে জানালেন, মাত্র ২২ বছর বয়সেই প্রথম স্বামীকে হারিয়েছিলাম। তার প্রায় আট-ন’বছর বাদে পাশের গ্রামের এক উকিলের মাধ্যমে পরিচয় হয় আব্দুল মাজেদের। তারপর বিয়ে। আমরা ভেবেছিলাম, উনি বয়স্ক মানুষ। পেশায় মাস্টারমশাই। তাই আল্লার ভরসায় আমাদের বিয়ে হয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে, মানুষটাকে চিনতে পারিনি! এত কথা, আমার কাছে সব গোপন করেছে মানুষটা! পরে জানলাম, উনি নাকি বাংলাদেশে মুজিবুর রহমানের মতো মানুষকে খুন করেছেন! ঠিক বিশ্বাস হচ্ছে না। রাগী হলেও মানুষ হিসেবে ভালোই ছিল। কী জানি, আমিই হয়তো চিনতে ভুল করেছি!
জরিনার কথায়, স্বামী নিখোঁজ হওয়ার পর আমি অনেকবার থানা-পুলিস করেছি। কিন্তু খোঁজ দিতে পারেনি কেউ। মাস দেড়েক এভাবে চলার পর যখন হাল ছেড়ে দিয়েছি, তখনই খবর পেলাম বাংলাদেশে ধরা পড়েছে আমার আলি আহমেদ। এই নামেই থানায় মিসিং ডায়েরি করেছিলাম। ৭ এপ্রিল মীরপুরে গ্রেপ্তারের খবর চাউর হতেই সোশ্যাল মিডিয়ায় ছবি সহ তা ছড়িয়ে পড়ে। সেখান থেকেই প্রথম জানলাম। তারপর অন্যান্য সংবাদপত্রেও সেই খবর বেরিয়েছে। সেদিন বুঝলাম আলি আহমেদই আসলে আব্দুল মাজেদ।

পার্ক স্ট্রিটের  বেডফোর্ড লেনের ১২এইচ/৩৪ নম্বরের এই বাসার দ্বিতীয় তলায় আহমেদ আলি নামে স্ত্রী জরিনা ও কন্যা হুমায়রাকে নিয়ে থাকতেন আবউদর মাজেদ। 


এই পক্ষের ছ’ বছরের মেয়ে হুমায়রা ছাড়াও জরিনার প্রথম পক্ষের এক মেয়ে রয়েছে। বয়স ১৭-১৮ হবে। স্বামীকে হারিয়ে এখন কী করে তিনজনের সংসার চালাবেন, ভেবে কূল পাচ্ছেন না তিনি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাকরির আবেদন জানিয়েছেন জরিনা। ধরা গলায় বললেন, আমাদের তো কোনও দোষ নেই। আমরা একজন মানুষকে ভরসা করেছিলাম। সরকার পাশে না দাঁড়ালে আমার সংসারটা ভেসে যাবে।

সুত্র:  বর্তমান, কলকাতা।