logo
আপডেট : 22 April, 2020 00:33
ইতালিতে গাড়িতে আগুন দেয়ার সময় বাংলাদেশী যুবক আটক
সাইফুল ইসলাম মুন্সী, ইতালি

ইতালিতে গাড়িতে আগুন দেয়ার সময় বাংলাদেশী যুবক আটক

ইতালিতে গাড়িতে আগুন দেয়ার সময় ২২ বছর বয়সী বাংলাদেশী এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গুক্রবার দেশটির বাণিজ্যিক শহর মিলানের বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গভীর রাতে দুটি গাড়িতে আগুন দেয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। তবে এখনো যুবকের নাম প্রকাশ করেনি দেশটির প্রশাসন।

জানা যায়, করোনায় রেডজোন মিলানের বিভিন্ন সড়কে একেরপর এক গাড়ি অগ্নিসংযোগে পুড়তে থাকলে টনক নড়ে দেশটির পুলিশের। এরপর থেকে সিসিক্যামেরার মাধ্যমে ঐ যুবককে খুজতে থাকে পুলিশ। একপর্যায়ে তাকে ধরার জন্য স্পেশাল টিম গঠন করা হয়। এরপরে সাদা পোশাকে নির্দিষ্ট কিছু সড়কে কৌশলগত অবস্থান নেয় পুলিশের স্পেশাল টিম। এভাবে দীর্ঘদিন চলার পর শুক্রবার গভীররাতে ভিয়া ফিলিপ্পিনো লিপ্পী সড়কে পার্কিংরত অবস্থায় রেনাল্ট ক্যাপচার ও ভোলভো-৭০ মডেলের দুটি গাড়িতে পেট্রোল দিয়ে আগুন দেবার সময় ঐ যুবককে চারপাশ থেকে ঘিরে ফেলে পুলিশের স্পেশাল টিম। এসময় আটককৃত ঐ যুবকের পকেট থেকে পেট্রোল ও ম্যাচলাইট উদ্ধার করে পুলিশ।  

স্থানীয় প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো বাংলাদেশী ঐ যুবককে ‘সিরিয়াল আগুনসন্ত্রাসী’ আখ্যা দিয়ে বিষয়টি ফলাও করে প্রকাশিত করে।

স্থানীয় পুলিশ জানিয়েছেন, করোনার কারনে মিলানের প্রতিটি সড়ক ফাঁকা থাকে। এই সুযোগে এই সন্ত্রাসী একেরপর এক গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যেত । এভাবে তিনি পনেরোটি গাড়ি আগুন দিয়ে পুড়িয়েছেন। অবশেষে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

 এছাড়াও ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বলেছেন, বিষয়টি আমি শুনেছি। তবে সরকারীভাবে আমাদের কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, আটককৃত এই যুবক বিভিন্ন অপরাধে মিলান ও রোমে প্রায় ১৮ মাস কারাগারে ছিল। এছাড়াও দেশটির সরকার তাকে ইতালি ত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন।