ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। এছাড়া একইদিনে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৭’শ ২৯ জন, যা গতদিনের তুলনায় সামান্য বেশি। এনিয়ে দেশটিতে সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৯৫৭ জনে পৌঁছেছে।
এছাড়া গেল ২৪ ঘণ্টায় সারাদেশে সুস্থ হয়েছেন ২ হাজার ৭২৩ জন করোনা রোগী। এনিয়ে দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরেছেন ৫১ হাজার ৬০০ জন। আর বর্তমানে এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১ লাখ ৭ হাজার ৭০৯ জন। এরমধ্যে ২ হাজার ৪৭১ জনের অবস্থা আশংকাজনক।
চলতি মাসের শুরুর দিকেও ইউরোপের দেশগুলোতে করোনায় মৃত্যুর মিছিল শুরু হয়েছিল। তবে সম্প্রতি করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমে এসেছে।