logo
আপডেট : 26 April, 2020 04:40
ইতালিতে করোনার মধ্যেই উদযাপন হল স্বাধীনতা দিবস
সাইফুল ইসলাম মুন্সী, ইতালি

ইতালিতে করোনার মধ্যেই উদযাপন হল স্বাধীনতা দিবস

ইতালিতে মহামারী করোনার মধ্যেই উদযাপন হল দেশটির ৭৫তম স্বাধীনতা দিবস। ১৯৪৫ সালের এইদিনে নাৎসি দখলের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে দেশটিতে। সেইসাথে ফ্যাসিস্ট নেতা মুসোলিনির ইতালিয় সামাজিক প্রজাতন্ত্র থেকে মুক্তি পেয়েছিল দেশটি।

ঐতিহাসিক এ দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জার মাধ্যমে নিজেদের পতাকার অবয়বে সজ্জিত করা হয়। তবে করোনার কারনে কোন ধরনের অনুষ্ঠানের অনুমতি দেয়নি দেশটির প্রশাসন।

এছাড়া দিবসটি উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯৪৫ সালে বসন্তের এইদিনে আমরা নাৎসি ও ফ্যাসিবাদদের পরাজয় দেখেছিলাম। এদিনটি আমাদের জন্য স্বাধীনতার বার্তা নিয়ে এসেছিল। আজ আমরা এক মহামারীর জন্য আমাদের স্বাধীনতা দিবসকে ঘরে বসে পালন করতে বাধ্য হয়েছি।

তিনি আরো বলেন, নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে স্বাধীনতা অর্জনকারীদের জানাচ্ছি আমরা সম্মান এবং বর্তমান করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়া সকল সৈনিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে ও পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মায়িও দেশবাসীদের মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সেইসাথে করোনা মোকাবিলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।