logo
আপডেট : 27 April, 2020 04:45
ইতালিতে কমেছে মৃতের সংখ্যা, একদিনে ২৬০ জন
সাইফুল ইসলাম মুন্সী, ইতালি

ইতালিতে কমেছে মৃতের সংখ্যা, একদিনে ২৬০ জন

করোনায় মৃত্যুপুরী ইতালিতে কমে এসেছে মৃতের সংখ্যা। রোববার সারাদেশে টানা চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে ২৬০ জনের। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৩২৪ জন। 

এনিয়ে দেশটিতে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬৭৫ জনে পৌঁছেছে।

নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান আঞ্জেলা বেরল্লি জানান, রোববার পুরোদেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৮ করোনা রোগী। এনিয়ে সর্বমোট সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরেছেন ৬৪ হাজার ৯২৮ জন। আর বর্তমানে এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে ১ লাখ ৬ হাজার ১০৩ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ২ হাজার ৯ জন।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে রোববার কিজি ভবন থেকে এক সংবাদ সম্মেলনে বলেন, করোনা মোকাবিলায় আমরা অনেকটাই সফল হয়েছি। আমাদের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রমে আমরা অন্তিম মুহূর্তে চলে এসেছি। তবে করনামুক্ত নতুন এক ইতালি দেখতে আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে।