ইতালিতে একদিনে চার সহস্রাধিক করোনা রোগী সুস্থ হয়েছেন। এছাড়াও বরাবরের মত কমছে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা। একইসাথে আইসিইউ থেকে কমছে সংকটাপন্ন রোগীর সংখ্যা।
বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান ডঃ আঞ্জেলা বেরোল্লি বলেন, ইতালিতে এ পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছে ৭৫ হাজার ৯৪৫ জন করোনা রোগী। এরমধ্যে বৃহস্পতিবার সুস্থ হয়েছেন রেকর্ড সংখ্যক ৪ হাজার ৬৯৩ জন। যা একদিন আগে ছিল ২ হাজার ৩১১ জন।
এছাড়া গেল চব্বিশ ঘণ্টায় সারাদেশে মৃত্যু হয়েছে ২৮৫ জনের। যা কিনা একদিন আগে ছিল ৩২৩ জনে। আর আর নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৭২ জন। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে লম্বারদিয়া অঞ্চলে ৫৯৮ জন। আর বর্তমানে এ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে চিকিৎসা নিচ্ছেন ১ লাখ ১ হাজার ৫৫১ জন। এরমধ্যে আশংকাজনক অবস্থায় রয়েছে ১ হাজার ৬৯৪ জন।