logo
আপডেট : 1 May, 2020 15:41
করোনা রোগীদের সেবা দিচ্ছেন ওয়াটার পলো’র ডিফেন্ডার জুলিয়া
সাইফুল ইসলাম মুন্সী, ইতালি

করোনা রোগীদের সেবা দিচ্ছেন ওয়াটার পলো’র ডিফেন্ডার জুলিয়া

ইতালিতে করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিতে সেবিকা হিসেবে কাজ করে যাচ্ছেন দেশটির ওয়াটার পলো’র জাতীয় দলের ডিফেন্ডার জুলিয়া ভিয়াকাভা। করোনার কারনে সব ধরনের খেলাধুলা নিষিদ্ধ থাকার কারনে মার্চ থেকেই তিনি দেশটির লিগুরিয়া অঞ্চলের বন্দর শহর জেনোভার একটি বৃদ্ধাশ্রমে দিনরাত কাজ করে যাচ্ছেন।

এবিষয়ে জুলিয়া বলেন, ছোটবেলা থেকেই খেলাধুলায় বেশি মগ্ন ছিলাম। মানুষের সেবায় বাবা-মায়ের আত্মত্যাগ দেখেই আমার এই অনুপ্রেরণা।

এছাড়াও তিনি বলেন, করোনা রোগীদের সেবা দিতে গিয়ে অনেক সময় অনেক ডাক্তার ও সেবিকারা এতে আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকতেন। এসময় এখানে (বৃদ্ধাশ্রমে) ডাক্তার আর নার্সদের ঘাটতি ছিল। তখন থেকেই আমি এখানে এই পেশায় কাজ শুরু করি। এছাড়া এখানে কাজ করার সময় প্রতিটি মানুষের মধ্যে আমি আমার দাদা-দাদু ও নানা-নানিকে খুঁজে পাই।    

জুলিয়া ইতালির উত্তর-পশ্চিমাঞ্চল লিগুরিয়ার জেনোভায় জন্মগ্রহণ করেন। তার বাবা মা দুজনেই নার্স পেশায় নিযুক্ত ছিলেন। এছাড়া জুলিয়া ইতালির ওয়াটার পলো’র জাতীয় দলের ডিফেন্ডার হয়ে খেলছেন।