logo
আপডেট : 15 May, 2020 01:49
করোনা কেড়ে নিল জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের প্রাণ
ঢাকা অফিস

করোনা কেড়ে নিল জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের প্রাণ

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকাল পাঁচটায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার ছেলে আনন্দ জামান বিষয়টি নিশ্চিত করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বৃহস্পতিবার রাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে দেশ বরেণ্য এই অধ্যাপকের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এমনকি আনিসুজ্জামানের মৃত্যুর কারণ হিসেবেও ডেথ সার্টিফিকেটে করোনার কারণে উল্লেখ করা হয়েছে। ফলে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করা হবে।

শুক্রবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে। করোনাভাইরাসের কারণে লকডাউনের কারণে অন্য সব আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে।

ড. আনিসুজ্জামান বেশ কিছুদিন ধরে হৃদরোগ, কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৯মে নেয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে।

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান দেশের বরেণ্য শিক্ষাবিদ, মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী, সংবিধানের অনুবাদক, লেখক ও গবেষক, ভাষা সংগ্রামী, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ।

১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা এ টি এম মোয়াজ্জেম ছিলেন বিখ্যাত হোমিও চিকিৎসক।

২০১৫ সালে সাহিত্যে অবদানের জন্য ড. আনিসুজ্জামানকে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। ২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়।