logo
আপডেট : 22 May, 2020 02:57
ঘূর্ণিঝড় আম্পানে বাংলাদেশের ১১০০ কোটি টাকার ক্ষতি
ঢাকা অফিস

ঘূর্ণিঝড় আম্পানে বাংলাদেশের ১১০০ কোটি টাকার ক্ষতি

ঘূর্ণিঝড় আম্পানের কারণে ১১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ের দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী এই তথ্য জানিয়েছেন তিনি।

আম্পান দেশের উপকূলের ২৬ জেলায় তাণ্ডব চালিয়েছে। কয়েক ঘণ্টার তাণ্ডবে গাছ চাপা, নৌকা ডুবি ও বাতাসের দশ জনের মৃত্যু ঘটেছে।

স্থানীয় সরকারের অধীনে থাকা ১১০০ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০০ ব্রিজ কালভার্ট, ২৩৩ টি স্থানীয় সরকার কার্যালয়ও ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে বাগেরহাট, সাতক্ষীরা খুলনায় ক্ষতি হয়েছে বেশি। এসব এলাকায় টিউবওয়েলের ক্ষতি হওয়া পানি সংকট তীব্র হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে মোট ১ লাখ ৭৬ হাজার ৭ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি আমের। সাতক্ষীরায় ৪০০০ হাজার হেক্টর জমিতে আম হয়, তার মধ্যে ঝড়ে ৩ হাজার হেক্টর জমির আম ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় দেড় কোটির বেশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের।গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিয়োজিত সংস্থাটির দেড় কোটি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিয়োজিত ওয়েস্ট জোন পাওয়া ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ১২ লাখ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে দেশের বিভিন্ন অঞ্চলে ৩৫ হাজার পয়েন্টে বিদ্যূৎ লাইন ছিঁড়ে গেছে, প্রায় ২০ হাজার মিটার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, ১৭শ’ মতো খুটি ভেঙ্গেছে, ট্রান্সফরমার বিকল হয়েছে ৮শ’টি। এতে সরকারের ৩ থেকে ৪ কোটি টাকার শুধু সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হয়েছে বলে প্রাথমিক হিসেবে ধরা হচ্ছে।