আপডেট : 28 May, 2020 01:15
সিলেটের সাবেক মেয়র কামরানের স্ত্রী করোনায় আক্রান্ত
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মীনি আসমা কামরান।
বুধবার (২৭ মে) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাব থেকে তাকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।
একই দিনে ওসমানীতে নমুনা পরীক্ষা দিতে যান তার স্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। কিন্তু স্ত্রীর রিপোর্ট পজেটিভ আসলেও কামরানের রিপোর্ট আসে নেগেটিভ।
বিষয়টি নিশ্চিত করেন বদর উদ্দিন আহমদ কামরান।
এ সময় তিনি স্ত্রীর করোনা মুক্তির জন্য সিলেটবাসীসহ দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।