logo
আপডেট : 23 June, 2020 03:38
বাংলাদেশ থেকে ইতালি ফেরা যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত
সাইফুল ইসলাম মুন্সী, ইতালি

বাংলাদেশ থেকে ইতালি ফেরা যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত

বিশেষ ফ্লাইটে বাংলাদেশ থেকে ইতালি ফেরা এক যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সামাজিক নিরাপত্তার কারনে আক্রান্ত ওই যাত্রীর নাম ও ঠিকানা প্রকাশ করেনি হাসপাতাল কতৃপক্ষ। তবে আক্রান্ত ওই নাগরিক বাংলাদেশী বলে নিশ্চিত করেছেন তারা।

জানা যায়, ১২ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড বিমানের প্রথম বিশেষ ফ্লাইটে আক্রান্ত ওই যাত্রী ঢাকা থেকে ইতালির রোমে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির বিমানবন্দর কতৃপক্ষ। পরে স্থানীয় প্রশাসনের নির্দেশে দুই সপ্তাহের হোমকোয়ারেন্টাইনে থাকা অবস্থায় জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করলে হাসপাতালের জরুরী নাম্বারে ফোন দিলে এ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা ভাইরাস শনাক্ত হয়।

বর্তমানে আক্রান্ত ওই বাংলাদেশী দেশটির রাজধানী রোমের একটি পলিক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

উল্লেখ্য, করোনার কারনে বাংলাদেশে আটকে পরা যাত্রীদের কথা চিন্তা করে ঢাকা থেকে রোমে বিশেষ ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১২ জুন চার্টার্ড বিমানের প্রথম ফ্লাইটে ২৬৫ জন যাত্রী ঢাকা থেকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে এসে পৌঁছান।