-অদ্বৈত মারুত
তোমার সঙ্গে আমার তো হয় না আলাপ
আমি কাতলা মাছ তুমি অ্যানাকোন্ডা সাপ
মাছ গ্রাস করতে করো ফোঁস ফোঁস তুমি
তোমার আগ্রহে নদী জলহীনÑ বেলাভূমি
এ এক বাহুল্য জীবনÑ আমার কাছে বটে
আগুনে পুড়েছি হাত বলি তাও অকপটে
অথচ আঁকড়ে ধরো চাও মুখে পুরে নিতে
ফলে মাছ হয়ে ডুবোজলে থাকি সংস্থিতে
চাও মারী হোক দারুণ বাতাসের হুঙ্কার
মড়কের মোড়কে বিশ্বাস ভেঙে যাক তার
সংক্ষুদ্ধ হোক নিমজ্জিত চক্ষু যুগল; রাহুÑ
বন্ধ্যত্ব মাছের; গহন সংসারে উন্মুখ উদ্বাহু
হাঁসের পালকের মতো স্বচ্ছ সহস্র উচ্ছ্বাস
একাকী নিদ্রাহীন নিদ্রার ভেতরে এক লাশ
হয়ে পড়ে থেকে দাও বিষ ঢেলে অনির্বার
আমার কূল নাই দরিয়া নাই কিচ্ছু হারাবার
২১ মে ২০২০
ভুলে যাই বার
পথ ভুলে যাই রেখাপাত ধুলোও
ভুলে যাই মাটি এঁটেল না দোআঁশ
খড়কুটো কালচে দাগ দাগ কীট
ভুলে যাই আজ জ্যেষ্ঠ না ভাদ্র মাস
এসব ভুলে যাব যাব করে ভুলে গেছি বহুবার
এমন হয়েছে, ভুল করে গায়ে তোলা হয়নি জামা
আদিষ্টে এগোবার মতো হয়নি অমন কিছু
আমাদের ধুপধাপ করে পাহাড়ের গা বেয়ে নামা
এইভাবে নদী শুকিয়ে যাবেÑ ভাবি
এইভাবে রোদে পুড়ে ছারখার হবে মাঠ
ফসল পুড়লে পেটে টান পড়বে নিজের
এইসব গূঢ় সত্য কেবল গাছই দেয় পাঠ
ভুলে গেছি বার
হাট নেই জলের ঘাট নেই ধুলোহীন পথ
কেউ ছোটে না কারো পায়ে ফোটে না কাটা
কারো সাধ নেই কোথাও ফাঁদ নেই মরবার
হাঁটতে হাঁটতে সাপের গায়ে পায়ে পায়ে হাঁটা
ওইভাবে ফেরারি ভাব চাও, জানি
ওইভাবে দূরে থেকে তৃষ্ণা বাড়াও
আগুন ঝলসাচ্ছে মাছ সবার দাপট
মাংসের বাজারে যাব? দাঁড়াও, দাঁড়াও
পথ ভুলে যাই অনন্তে যেতে যেতে
নদী ভুলে যাই মাঠ ভুলে যাই গাছ
শহর ভুলে যাই ভুল করি পথ গ্রামের
ভুলতে ভুলতে ভুলে যাই কি বার আজ!