logo
আপডেট : 12 July, 2020 01:52
আইনজীবীরা দেখতে পারবেন ট্রাম্পের আর্থিক লেনদেনের বিবরণী
মেইল রিপোর্ট

আইনজীবীরা দেখতে পারবেন ট্রাম্পের আর্থিক লেনদেনের বিবরণী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্থিক লেনদেনের বিবরণী দেখতে পারবেন নিউ ইয়র্কের আইনজীবীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত একটি রুল জারি করেছেন।

তবে সংশ্লিষ্ট আরেকটি মামলার ক্ষেত্রে এই তথ্য কংগ্রেসের সঙ্গে বিনিময় করা যাবে না বলে রুল জারি করেছে। উত্তরসূরিদের মতো আয়কর বিবরণী প্রকাশ না করায় চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

এ রায়ে বলা হয়েছে, ট্রাম্প তার আর্থিক লেনদেনের নথি নিউইয়র্কের প্রসিকিউটরদের কাছে গোপন করতে পারবেন না।

রায়ে আরো বলা হয়, ট্রাম্প তার আর্থিক লেনদেনের নথি কংগ্রেসের কাছে প্রকাশ না করতেই পারেন, তবে নিউইয়র্কের প্রসিকিউটরদের কাছে তিনি তা গোপন করতে পারেন না।

আগে গত বছর ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ফেডারেল আদালতের বিচারক অমিত মেহতা রায়ে বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আর্থিক লেনদেন তদন্ত করার পুরো অধিকার মার্কিন কংগ্রেসের রয়েছে। প্রেসিডেন্ট কোনো বেআইনি কাজ করেছেন কি না, তার নজরদারি করা কংগ্রেসের এখতিয়ারের মধ্যে পড়ে। এ জন্য ট্রাম্পের আর্থিক লেনদেনের কাগজপত্র চেয়ে যে সমন তারা জারি করেছে, তাতে কোনো ভুল হয়নি।

সে সময় হোয়াইট হাউস থেকে জানানো হয়েছিলো, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

সব শেষ ৯ জুলাই রায় দিলো মার্কিন সুপ্রিম কোর্ট। যেখানে প্রধান বিচারপতি রবার্টস বলেন, ‘কোনও নাগরিক, এমনকি রাষ্ট্রপতি যে কেউ হোক তদন্তের জন্য নথি উপস্থাপন করা তার দায়িত্ব।’