নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার আরও এক বছর এই পদে থাকছেন । গত ৩ জুলাই চাকরির মেয়াদ শেষে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গিয়েছিলেন তিনি। সরকার তাকে এক বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়েছেন মিডিয়া কর্মিদের কাছে জনপ্রিয় এই কর্মকর্তাকে।
এখন তার অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের চুক্তিতে প্রধান তথ্য কর্মকর্তা পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
১৯৮৪ সালের বিসিএস ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা সুরথ কুমার। বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক থাকাকালে ২০১৯ সালের ২৬ জুন তিনি প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ পান।
এর আগে জাতীয় সংসদ সচিবালয়, তথ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড, তথ্য অধিদফতর ও গণযোগাযোগ অধিদফতরে দায়িত্ব পালন করেন সুরথ সরকার।