এনামুল সরকার আসিফ, টোকিও, জাপান:
করোনাভাইরাসের কারনে জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত দুটি মার্কিন নৌঘাঁটি লকডাউন করা হয়েছে। আক্রান্ত সব সেনা সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়েছে। অন্য সেনাদের মাঝে কোভিড-১৯ ছড়িয়ে পড়া রোধে দ্বীপ এলাকায় নেয়া হয়েছে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে জানিয়েছে জাপান সরকার।
জাপানের অপরূপ সৌন্দর্যমন্ডিত এই দীপটিতে ৩০হাজার মার্কিন সৈন্য অবস্থান করছে। বিপুল সংখ্যক সৈন্য করোনা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন।
সোমবার জাপান সরকারের মুখপাত্র ইয়োশিহিদে সুগা বলেন, ‘ওকিনাওয়া দ্বীপে ঘাঁটি দুটিতে অন্তত ৬২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে ৩৯ জন নৌ-সৈনিক এবং অন্যরা ক্যাম্পে বিভিন্ন দায়িত্ব পালন করছিলেন।’
ঘাঁটিতে খুব গুরুত্বপূর্ণ নয় এমন কার্যক্রম বন্ধ করা হয়েছে। ঘাঁটিতে যাতায়াত বা সেখান থেকে কারও বের হওয়া সম্পূর্ণরূপে করা হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দ্বীপটিতে স্থায়ী ঘাঁটি করে মার্কিন সৈন্যরা। তারপর থেকে সেখানে ২০-৩০ হাজার সৈন্য ও প্রায় দেড় হাজার প্রশাসনিক কর্মকর্তা অবস্থান করে