logo
আপডেট : 15 July, 2020 07:52
বোরকা পরে ভারতে পালানোর সময় সাতক্ষীরা সীমান্ত থেকে প্রতারক শাহেদ অস্ত্রসহ গ্রেফতার

বোরকা পরে ভারতে পালানোর সময় সাতক্ষীরা সীমান্ত থেকে প্রতারক শাহেদ অস্ত্রসহ গ্রেফতার

সাতক্ষীরা সীমান্ত থেকে র‌্যাবের হাতে আটক প্রতারক সাহেদ

বিশেষ প্রতিনিধি: 

অবশেষে সাতক্ষীরার একটি মৎস ঘের থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান বহুল আলোচিত প্রতারক সাহেদ করিম। বুধবার ভোর সাড়ে পাঁচটায় জেলার সীমান্ত এলাকা শাখরা কোমরপুর থেকে র‌্যাব-৬ এর একটি বিশেষ টিম তাকে অস্ত্রসহ গ্রেফতার করে। দেশের এই মুহুর্তে মোস্ট ওয়ান্টেড এই দুর্নীতিবাজ বোরকা পরে ডিঙি নৌকায় করে ভারতে পালিয়ে যাচ্ছিল। র‌্যাবের বিশেষ টিমের সদস্যরা নৌকার কাছে পৌঁছাতে আর ২মিনিট দেরি করলে সাহেদকে আটক করা সম্ভব হতো না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শিরা।

র‌্যাব জানিয়েছে, সাহেদ সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে পার এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাদা পোশাকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। বুধবার ভোরে দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের দক্ষিণ পাশে একটি মাছের ঘের থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে গুলিবর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়।   

র‌্যাব-৬ এর  সাতক্ষীরা ক্যাম্পের ইনফরমেশন সেন্টার থেকে সায়েদ করিমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছ, ঢাকা থেকে হেলিকপ্টার এসে সাহেদকে সাতক্ষীরা স্টেডিয়াম থেকে ঢাকায় নিয়ে গেছে। র‌্যাব হেডকোয়ার্টারে তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।