logo
আপডেট : 16 July, 2020 22:17
ফেসবুক লাইভে বিতর্কিত মন্তব্যের পর ওয়ালটন থেকে চাকরি হারালেন জেনারেল হাসান সারওয়ার্দী

 ফেসবুক লাইভে বিতর্কিত মন্তব্যের পর ওয়ালটন থেকে চাকরি হারালেন জেনারেল হাসান সারওয়ার্দী

তুহিন সানজিদ:
ফেসবুক লাইভে সরকার, নির্বাচন ও সেনাবাহিনী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার একদিন পর ওয়ালটন গ্রুপ থেকে চাকরি হারালেন অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দী। গতকাল ওয়ালটন থেকে অব্যাহতি দিয়ে তাকে চিঠি পাঠানো হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক কণক সরোয়ার এর ফেসবুক লাইভ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দী সরকার ও সেনাবাহিনী সম্পর্কে কিছু বিতর্কিত মন্তব্য করেন। 
ফেসবুক লাইভে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “সেনাপ্রধানকে ভারতের গোয়েন্দারা ওই পদে বসিয়েছেন। তাদের অনুমোদনেই তিনি সেনাপ্রধান হয়েছেন। দেশের বড় ধরনের কোনো নিয়োগ, গোয়েন্দা সংস্থায় নিয়োগ, সেনাপ্রধান নিয়োগ সচিবের বদলি এগুলোকে তারা (ভারতীয় গোয়েন্দা সংস্থা) মেনিপুলেট করে থাকে এবং ফিটলিস্ট দেয়। সর্বশেষ জাতীয় নির্বাচনকে তিনি অবৈধ হিসেবে আখ্যায়িত করেন। এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও তিনি বিরুপ মন্তব্য করেন হঠাৎ আলোচনায় আসতে চাওয়া সাবেক এই জেনারেল। 
এ নিয়ে সরকার ও সেনাবাহিনীতে তোলপাড় সৃষ্টি হয়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে।

                                                               ওয়ালটনের চিঠি

এর পরদিন বুধবার ওয়ালটন গ্রুপের প্রশাসনিক বিভাগ থেকে তাকে উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি পাঠানো হয়। প্রশাসনিক বিভাগের সিএইচআরও মো: কামরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়-৩ নভেম্বর পর্যন্ত চাকরির চুক্তির মেয়াদ থাকলেও আপনার সম্মতিক্রমে চুক্তি থেকে আপনাকে অব্যাহতি দেয়া হলো। ১৫ জুলাই থেকে তা কার্যকর হবে।