logo
আপডেট : 17 July, 2020 22:39
রামপালে বিমানবন্দরের অধিগ্রহনকৃত জমির মালিকদের চেক বিতরণ
অমিত পাল, রামপাল (বাগেরহাট)

রামপালে বিমানবন্দরের অধিগ্রহনকৃত জমির মালিকদের চেক বিতরণ

চলমান করোনা মহামারি পরিস্থিতিতে জনভোগান্তি লাঘবে রামপালের ফয়লাহাটে বিমানবন্দরের অধিগ্রহনকৃত জমির মালিকদের হাতে অর্থের চেক পৌছে দিলেন বাগেরহাট জেলা প্রশাসক (রাজস্ব) কামরুল ইসলাম৷

উপজেলার ঝালবাড়ি এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১১ টায় এ কার্য্যক্রম সম্পন্ন করা হয় ৷ এ দিন সর্বোমোট দুই কোটির অধিক মূল্যের চেক হস্তান্তর করেন তিনি ৷

বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ কামরুল ইসলাম বলেন, সামনে ঈদ ও করোনা পরিস্থিতির কারণে ঘর থেকে মানুষ বের হতে পারছে না। মানুষ এক ধরণের অর্থ সংকটে রয়েছে। তাই আমরা বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্থ জমির মালিকদেরকে এসব অর্থের চেক বিতরণ করছি ৷ আমাদের সুজগ্য জেলা প্রশাসকের নেতৃত্বে এ কাজটি করছি এবং এটি অব্যাহত থাকবে ৷ সেবা প্রত্যাশীদের দূর্ভোগ লাঘবে এবং দালালদের দৌরাত্ম কমাতে এ উদ্যোগ নিয়েছি ৷ 

এসময় আরও উপস্থিত ছিলেন এলএও মন্জুরুল আলম, কানুনগো নাইম উদ্দিন খান, সার্বেয়ার ইমরান হোসেন, স্থানিয় ব্যাক্তিবর্গ, সাংবাদিক প্রমুখ ৷

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট এলাকায় প্রস্তাবিত খান জাহান আলি বিমান বন্দর নির্মানের অধিগ্রহণকৃত ভূমির মালিকদেরকে চেক হস্তান্তর করা হচ্ছে  ৷ ধাপে ধাপে এসব চেক  বাড়ি বাড়ি গিয়ে  পৌঁছে দিচ্ছে বাগেরহাট জেলা প্রশাসন ৷