লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়াসহ বহু মানুষ হতাহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার শহরের বন্দর এলাকা এই বিস্ফোরণ ঘটে।
তবে কীভাবে, কোন উৎস থেকে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত করে জানায়নি দেশটির সরকার। এরই মধ্যে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব।
বিস্ফোরণে অন্তত ৫০ জন মারা গেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএনএ নিউজ। নিহতদের মধ্যে রাজনৈতিক দল কাতায়েবের মহাসচিব নাজার নাজারিয়ানও রয়েছেন।
বিস্ফোরণের সময় নিজের কার্যালয়ে ছিলেন নাজারিয়ান। গুরুতর আহত অবস্থায় মারা যান তিনি।
বৈরুত বন্দরের কাছের ওই বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহতের খবর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান। এছাড়া ২৭৫০ লোক আহত হয়েছেন বলে জানান তিনি।
২০০৫ সালে এমন এক বিস্ফোরণে দেশটির সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি মারা যান। ধারণা করা হয়, ‘কার বোম্বে’ হত্যা করা হয়েছিল রফিক হারিরিকে। আজকের এই বিস্ফোরণ সেটার চেয়েও ভয়াবহ বলে মনে করছেন স্থানীয়রা।
বিস্ফোরণটি এমন ভয়াবহ ছিল যে, এটা ২৪০ কিলোমিটার দূরে সাইপ্রাস দ্বীপ থেকে অনুভূত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। সেখানে বসবাসরত সংবাদ কর্মী এমিলিয়া পাপাদোপোলাস টুইটার হ্যান্ডেলে বিস্ফোরণের ভিডিও পোস্ট করে লিখেছেন, অবিশ্বাস্য, আমরা এটা সাইপ্রাস থেকেও টের পেলাম।
দিনের আলোয় বিস্ফোরণের সময় বিভিন্ন দিক থেকে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিশাল আকারের একটি ধোঁয়ার কুন্ডলি পাকিয়ে উঠতে উঠতে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে বেশ দূরে অবস্থানরত ক্যামেরাতেও এর ধাক্কা অনুভূত হয়।