logo
আপডেট : 20 September, 2020 01:36
জার্মানিতে ঠাঁই পাচ্ছে গ্রিসের ১৫০০ শরণার্থী
মেইল রিপোর্ট

জার্মানিতে ঠাঁই পাচ্ছে গ্রিসের ১৫০০ শরণার্থী

জার্মানিতে ঠাঁই পাচ্ছে গ্রিসের বিভিন্ন দ্বীপের শরণার্থীশিবিরের দেড় হাজার শরণার্থী।

দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল নিজেই এ ব্যাপারে ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার দেশটির সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে। গ্রিসের শরণার্থীশিবিরগুলোর দেড় হাজার অভিবাসনপ্রত্যাশীকে নেয়ার পরিকল্পনা করছে জার্মানি।এছাড়াও মোরিয়া শরণার্থীশিবিরের সঙ্গীহীন আরও প্রায় দেড়শ’ শিশু জার্মানিতে আশ্রয় পাবে।

মার্কেল ও তার স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সিহোফারের সিদ্ধান্ত অনুযায়ী, যারা ইতোমধ্যে শরণার্থীর স্বীকৃতি পেয়েছেন তাদের গ্রহণ করবে বার্লিন।

এতে যেসব পরিবারে শিশু আছে তারা বেশি অগ্রাধিকার পাবেন।