চীনের বৈদেশিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের (মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি-এমএসএস) কাজ করা এক চীনা উপদেষ্টাকে ছেড়ে দিয়েছে মার্কিন গোয়েন্দারা। চীনা কোম্পানির নাক গলানোর অভিযোগের মধ্যেই এমন ঘটনা ঘটল।
মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্টাকচার সিকিউরিটি এজেন্সি শুক্রবার এমএসএসের ওই উপদেষ্টাকে ছেড়ে দেয়। এমএসএসের সহযোগী এজেন্সি ও কন্ট্রাকটরদেরও ছেড়ে দেয়া হয়েছে।
দ্য সাইবার ওয়ারের প্রতিবেদন অনুযায়ী- চীনা সংস্থাগুলো ওপেন সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এবং গোপন কাজের সঙ্গে জড়িত। গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য (ডাটাবেজ) মুছে ফেলা হয়েছে।
চীনা প্রতিষ্ঠান এসব তথ্য সংগ্রহ করেছিল। সম্প্রতি ফাঁস হওয়া তথ্যভাণ্ডার থেকে জানা যায়, চীনের সামরিক ও গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে এই ডাটাবেজের যোগসূত্র ছিল। ডাটাবেজে দেশটির ২০ কোটি ৪০ লাখ মানুষের তথ্য সংরক্ষিত ছিল। বিশেষজ্ঞরা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় চীনা ডাটা কোম্পানি জিনহুয়া পাবলিক ওপেন সোর্সের মাধ্যমে ডাটাগুলো সংগ্রহ করেছিল।
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনজেনভিত্তিক প্রতিষ্ঠান হল জেনহুয়া ডাটা কোম্পানি।