logo
আপডেট : 21 September, 2020 00:22
ইউরোপ থেকে অস্ত্র না কেনার ঘোষণা ইরানের
মেইল রিপোর্ট

ইউরোপ থেকে অস্ত্র না কেনার ঘোষণা ইরানের

আগামী অক্টোবরে ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইউরোপ থেকে কোনো অস্ত্র কিনবে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এ তথ্য জানিয়েছেন।

ইরানের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া এবং চীন থেকে অস্ত্র কিনলেই আমাদের প্রয়োজন মিটে যাবে। ইউরোপ থেকে কোনো অস্ত্র কেনার প্রয়োজন হবে না। খবর ইরনার।

জারিফ বলেন, বিপ্লবের পর থেকে আমরা ইউরোপের অস্ত্র-ক্রেতা ছিলাম না, তারাও আমাদের কাছে অস্ত্র বিক্রি করে নি। এখন অস্ত্র বিক্রির জন্য আমরা তাদের ওপর চাপ সৃষ্টি করবো না, কারণ তাদের অস্ত্রের প্রয়োজন আমাদের নেই।

আগামী অক্টোবরে ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেলে ইউরোপের দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে না বলে খবর বেরিয়েছে।

এর প্রতিক্রিয়ায় দেশটি জানিয়েছে, ১৯৮০’র দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় ইউরোপের দেশগুলো অস্ত্র বিক্রির পরিবর্তে ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। এসব মাথায় রেখে ইরান ইউরোপের দেশগুলো থেকে অস্ত্র কেনার চিন্তা করবে না।