logo
আপডেট : 21 September, 2020 00:27
খুলছে তাজমহল, এক শিফটে দেখতে পাবেন ২৫০০ মানুষ
মেইল রিপোর্ট

খুলছে তাজমহল, এক শিফটে দেখতে পাবেন ২৫০০ মানুষ

বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলছে ঐতিহাসিক তাজমহল। সোমবার (২১ সেপ্টেম্বর) উত্তর প্রদেশের পর্যটন কর্তৃপক্ষ তাজমহল খোলার সিদ্ধান্ত নিয়েছে। 

করোনার সংক্রমণ রুখতে নতুন নীতিমালায় প্রতি শিফটে ২৫০০ জন মানুষকে ঢুকতে দেয়া হবে। 

এ নিয়ে তাজমহলের তত্ত্বাবধায়ক অমর নাথ গুপ্ত বলেন, পূর্ব ও পশ্চিমের গেটগুলোতে স্যানিটাইজেশন, থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। সামাজিক দূরত্বের জন্য বৃত্ত আঁকা হয়েছে। একটি শিফটে কেবল মাত্র ২৫০০ দর্শনার্থীর ঢোকার অনুমতি থাকছে। 

তিনি আরও বলেন, এ জন্য অনলাইন বুকিং করতে হবে। বিদেশিদের জন্য ১ হাজার ১০০ রুপি টিকিট কিনতে হবে এবং দেশের দর্শনার্থীরা ৫০ টাকায় তাজমহল দেখার সুযোগ পাবেন। সমাধিক্ষেত্রে প্রবেশের জন্য ২০০ রুপি অতিরিক্ত টিকিট লাগবে।

দর্শনার্থীদের অবশ্যই কোভিড-১৯ প্রটোকল মেনে চলতে হবে। সেক্ষেত্রে সামাজিক দূরত্ব রক্ষা করা এবং মাস্ক পরা বাধ্যতামূলক।