logo
আপডেট : 24 September, 2020 01:02
জাতীয় দলের ক্রিকেটার রাহী করোনায় আক্রান্ত
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট

জাতীয় দলের ক্রিকেটার রাহী করোনায় আক্রান্ত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আবু জায়েদ রাহী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। তিনি সিলেট অঞ্চলে ক্রীড়া জগতের   কৃতি সন্তান। 

বুধবার ( ২৩ সেপ্টেম্বর)  সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে রাহীর কোভিড-১৯র টেস্ট  রিপোর্টে পজেটিভ এসেছে বলে নিশ্চিত করা হয়।

জানা গেছে, জাতীয় দলের ক্রিকেটার পেস বলার রাহীসহ আরও অনেকের কোভিড -১৯ পরীক্ষার জন্য গত ২২ সেপ্টেম্বর নমুনা জমা দেওয়া হয়েছিল । কিন্তু বুধবার জমা দেওয়া রিপোর্টে রাহী  ব্যাতীত বাঁকি সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী । তাই তাকে আইসোলেশনে রেখে করোনার গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে । আপাতত রাহী শারীরিকভাবে সুস্থ্য রয়েছে। 

এদিকে  সিলেটে তার পরিবার রাহীর রিপোর্ট পজেটিভ জানার পর থেকে  সবার কাছে দোয়া চেয়ে রোগ মুক্তির কামনা করেন।