গ্রিসে প্রবেশের ক্ষেত্রে করোনা সংক্রান্ত বিধিনিষেধ বাড়ানো হয়েছে। ফলে টার্কিশ এয়ারের ফ্লাইটে করে ছুটিতে আসা প্রবাসীদের দেশটিতে ফিরতে অন্তত ১২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
দেশটির সিভিল অ্যাভিয়েশন অথরিটি (সিএএ) বৃহস্পতিবার (০১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্দিষ্ট দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ভ্রমণ বিধিনিষেধ, নেতিবাচক কোভিড-১৯ পরীক্ষা এবং যাত্রার অবস্থান ফর্ম পূরণ সংক্রান্ত এয়ারলাইন্সের নির্দেশনা আগামী ১২ অক্টোবর (সোমবার) পর্যন্ত বাড়ানো হয়েছে।
সিএএ জানিয়েছে, কোভিড-১৯ মহামারি থেকে যাত্রী এবং নাগরিকদের রক্ষার লক্ষ্যে একাধিক ভ্রমণ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন নির্দেশিকা শনিবার (০৩ অক্টোবর) থেকে কার্যকর হবে এবং ১২ অক্টোবর পর্যন্ত চলবে।
এদিকে, গ্রীসে যেতে সকল যাত্রীর করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেট সংগ্রহ করতে হবে ভ্রমনের ৭২ ঘন্টার মধ্যে।