logo
আপডেট : 5 November, 2020 00:55
প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
মেইল রিপোর্ট

প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। ঘোষণার তিন বছর পর বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে দেশটি।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু জাতিসংঘের বিধি অনুসারে, এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এ বছরের ৪ নভেম্বর।  

বৈশ্বিক এ চুক্তিটি থেকে বের হয়ে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের গতি ধীর করার জন্য যে প্রচেষ্টা রয়েছে যুক্তরাষ্ট্র মূলত তার বিরুদ্ধে এককভাবে অবস্থান নিল। খবর বিবিসির। 

বুধবার জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান কর্মকর্তা প্যাট্রিসিয়া এসপিনোসা বলেন, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের চলে যাওয়ার কারণে একটি শূন্যতা তৈরি হবে এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে।

প্যারিস জলবায়ু চুক্তি প্রত্যাহারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে জাতিসংঘকে গতবছর চিঠি দিয়েছিল ট্রাম্প প্রশাসন। 

বিশ্বের দ্বিতীয় কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে সেসময় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল রাশিয়া, চীন, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন।

আগামীতে চাইলে আবারও চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারবে যুক্তরাষ্ট্র। তবে এজন্য দেশটির কোনও প্রেসিডেন্টকে উদ্যোগ নিতে হবে।  

বৈশ্বিক উষ্ণতার পরিমাণ কমাতে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি করা হয়েছিল। চুক্তিটি এখনও বাস্তবায়নের মুখ দেখেনি।