logo
আপডেট : 8 November, 2020 00:49
হেরে গেছেন ট্রাম্প “দিস ইজ নট এ ফেইক নিউজ”

হেরে গেছেন ট্রাম্প “দিস ইজ নট এ ফেইক নিউজ”

তুহিন সানজিদ, নিউইয়র্ক:
মিডিয়া বিদ্বেষি অহংকারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় ঘোষনা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার প্রতিপক্ষ দলের জো বাইডেন।  তবে এ খবরটি কিন্তু একেবারেই সত্য, “দিস ইজ নট এ ফেইক নিউজ”। 

২০১৬ সালে নাভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে হোয়াইট হাউজের মিডিয়া সেন্টারের চির চেনা দৃশ্য পার্টে যায়। সমালোচনামূলক কোনো প্রশ্ন করলেই হঠাৎ করেই ক্ষেপে যান প্রেসিডেন্ট ট্রাম্প। আর প্রশ্নকারি সাংবাদিককে থামিয়ে দিয়ে, উত্তর না দিয়ে বলতে থাকেন “দিস ইজ নট এ ফেইক নিউজ”। তার পক্ষে কথা বলা মাত্র কয়েকজন সাংবাদিক ছাড়া অন্য কারো তেমন প্রশ্নের উত্তর দিতেন না তিনি। তখন থেকেই “দিস ইজ নট এ ফেইক নিউজ” কথাটি ভাইরাল হয়ে যায়। 

হোয়াইট হাউজে নিয়িমিত প্রেসিডেন্টের ব্রিফিং কভার করার দায়িত্বে নিয়জিত অনেক সাংবাদিকের নাম ছাটাই করা হয় তালিকা থেকে। ২০১৮ সালের ৭ নভেম্বর সিএনএনের হোয়াইট হাউজের সিনিয়র রিপোর্টার জিম আকোষ্টার অ্যাক্রিডিটেশান কার্ড বাতিল করা হয় ব্রিফিংয়ের সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছু চ্যালেঞ্জিং প্রশ্ন ছুড়ে দেবার জন্য। এজন্য উচ্চ আদালতে মামলা করে সিএনএন কর্তৃপক্ষ। আদালত সিএনএন সাংবাদিকের অ্যাক্রিডিটেশান কার্ড ফেরৎ দিয়ে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেয়ার আদেশ দেন। ট্রাম্পের পরাজয় শুরু সেখান থেকেই। এরপর দায়িত্ব পালন করার পুরোটা সময় ট্রাম্প ছিলেন একজন মিডিয়া বিদ্বেষি প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের মূলধারার বেশিরভাগ গণমাধ্যমের সরাসরি বিপক্ষে অবস্থান নেন তিনি। সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমের টুটি চেপে ধরার চেষ্টা চালান তিনি। তবে তাতে সফল হতে পারেননি ধনকুবের থেকে রাজনীতিতে এসেই ক্ষমতার শিখরে বসে যাওয়া এই চির অহংকারি ব্যাক্তিটি। 

মঙ্গলবার নির্বাচন শেষ হওয়ার পর মধ্যরাতের পর যখন এক চতুর্থাংশ রাজ্যে ভোট গণনা বাকী সেসময় ট্রাম্প বলে বসলেন ”বাকী ভোট গণনার প্রয়োজন নেই, আমি জয়ি হয়েছি”। তার এই হাস্যকর দাবির বিরুদ্ধে অবস্থান নেন খোদ তার নিজের দলের শীর্ষ নেতারাও।

তবে প্রেসিডেন্ট কে হচ্ছেন তা দেখার জন্য যুক্তরাষ্ট্রবাসী ছাড়াও সারা বিশ্বকে অপেক্ষা করতে হয়েছে চারদিন পর্যন্ত। শনিবার দুপুরের আগে পেনসিলভানিয়া রাজ্যের ফলাফল ঘোষনা করা হয়। এতে বিজয়ি হন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। দেশের শীর্ষ গণমাধ্যম এই সুখবর দেয়ার পর দুপুর ১২টার কিছু পরে নিউইয়র্কের ম্যানহাটনে ফিফথ এভিনিউ এবং ৫৭স্ট্রিটে ডোনাল্ড ট্রাম্পের বাসভবনের সামনে এক ব্যাক্তিকে চিৎকার করে বলতে শোনা গেছে “জো বাইডেন ইজ নিউ প্রেসিডেন্ট অব ইউনাইটেড স্টেটস, ট্রাম্প ইজ নো মোর, এ্যান্ড দিস ইজ নট এ ফেইক নিউজ”।