চলতি ২০২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রচারণা ব্যয় ভেঙে দিয়েছে আগের সব খরচের রেকর্ড। প্রেসিডেন্ট প্রার্থী ও কংগ্রেসের নতুন সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ব্যয় করেছেন প্রায় ১৪ বিলিয়ন মার্কিন ডলার।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের নির্বাচনী ব্যয় বেশি হয়েছে।
নির্বাচনী প্রচারণার মোট ব্যয় গত নির্বাচনের প্রায় দ্বিগুণ বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
করোনা ভাইরাসের ঝুঁকির কারণে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনী প্রাচারণায় খরচ কম হওয়ার কথা থাকলেও নির্বাচনী প্রচারণার ব্যয় আগের যেকোনো নির্বাচনের তুলনায় বেশি হয়েছে।
প্রেসিডেন্ট প্রার্থীসহ কংগ্রেস মেম্বার প্রার্থীরা সবাই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য মিডিয়ায় বিপুল পরিমাণ অর্থ নির্বাচনী প্রচারণায় ব্যয় করেছেন।