logo
আপডেট : 21 November, 2020 23:55
ভাইরাল শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক

ভাইরাল শেখ হাসিনা

ফেসবুকে ভাইরাল হওয়া প্রধানমন্ত্রীর আলোচিত দুই ছবি

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই ছবি ভাইরাল হয়েছে।  একটিতে মাছ শিকারের পর বড়শি হাতে প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে, অন্যটিতে তিনি সেলাই করছেন।  

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ওই ছবি আলোচিত ওই দুই ছবি পোস্ট করেন। 
 
ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ।’

ওই পোস্টে তিনি আরও লিখেছেন, ‘প্রধানমন্ত্রী সফলভাবে ১৭ কোটি বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করেছেন।  ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছেন। এত কিছুর মাঝেও তিনি তার অবসর সময়টা রান্না, মাছ ধরা আর সেলাই করে উপভোগ করেন।’