logo
আপডেট : 27 November, 2020 21:19
আমরা আর কবে সচেতন হবো?

আমরা আর কবে সচেতন হবো?

রিয়াজুল হক: বাসে করে ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিলাম। পদ্মা নদী লঞ্চে পার হতে হয়। বেশি সময়ও লাগে না। ৪৫ থেকে ৫০ মিনিট।

বাস থেকে নেমে যাত্রীরা লঞ্চে উঠে দুপুরের খাবার ( ভাত, ইলিশ মাছ) কেনার জন্য রীতিমতো প্রতিযোগিতায় নেমে গেল। কেউ মাস্ক খুলে কিংবা থুতনির নীচে নামিয়ে ঘেসাঘেসি করে প্লেট বাড়িয়ে দিচ্ছে ভাতের জন্য। কেউ কেউ দোকানদারের সাথে ঝগড়া করছে কারণ তারা আগে বলার পরেও দোকানদার অন্য কাউকে আগে ইলিশ মাছ আর ভাত দিয়ে দিয়েছে। তিন/চারটি কাঁচের গ্লাস কোন রকম পানি দিয়ে পরিষ্কার করে সবাই ব্যবহার করছে। প্লেটগুলোরও একই অবস্থা। সামাজিক দূরত্বের কথা এখানে না বলাই ভালো। কারণ ভাত কিনে খাওয়ার জন্য একজন অন্যজনের শরীরের উপর উঠে যাচ্ছে। অথচ দুই এক ঘন্টা পর সবাই যে যার বাড়ি পৌঁছে যাবে। তারপরেও এত ক্ষুধা! মনে হয়েছে, কেউ যেন সকালের নাস্তা করে নাই।

বিশ্বব্যাপী বলা হচ্ছে, করোনার দ্বিতীয় স্রোত শুরু হচ্ছে। সবাই আতঙ্কে রয়েছে। আক্রান্তের সংখ্যার সাথে সাথে মৃতের সংখ্যাও বাড়ছে। সেখানে আমরা নিজেরাই যদি সচেতন না হই, তাহলে এই মহাবিপদ থেকে আমরা রক্ষা পাবো কিভাবে? আমরা আর কবে সচেতন হবো?

 

লেখক: যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।