logo
আপডেট : 6 February, 2021 01:26
ইরান ও যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতার প্রস্তাব ম্যাক্রোঁর
মেইল রিপোর্ট

ইরান ও যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতার প্রস্তাব ম্যাক্রোঁর

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘সৎভাবে মধ্যস্থতার’ প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতির করা পরমাণু চুক্তি নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট। 

যুক্তরাষ্ট্র ভিত্তিক থিংক ট্যাংক আটলান্টিক কাউন্সিলকে ম্যাক্রোঁ বলেন, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে আমি সব ধরনের সহায়তা করতে যা কিছু দরকার করবো। এই আলোচনায় একজন সৎ এবং একজন প্রতিশ্রুতিবদ্ধ মধ্যস্থতাকারী হওয়ার চেষ্টা করবো।

২০১৮ সালে এককভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি ইরানের ওপর আর্থিক নিষেধাজ্ঞাও আরোপ করেন ট্রাম্প। তখন থেকে ট্রাম্পকে বহুবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ম্যাক্রোঁ।

ইরানের সঙ্গে নতুন আলোচনার পক্ষে ম্যাক্রোঁ যুক্তি দিয়ে বলেন, এর ফলে ইসলামি প্রজাতন্ত্রের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি সীমিত হয়ে আসবে এবং এই আলোচনায় ইসরায়েল ও সৌদি আরবকে যুক্ত করা হবে।

তিনি বলেন, আমাদের এই আলোচনায় সৌদি আরব এবং ইসরায়েলকে যুক্ত করার একটি উপায় খুঁজে বের করতে হবে। কারণ তারা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার। এবং এই অঞ্চলে যেকোনো ফলাফলের কারণে তারা সরাসরি প্রভাবিত হবে।

ম্যাঁক্রোর এই প্রস্তাবকে ওয়াশিংটন স্বাগত জানাবে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, ইরান ও ছয় জাতির মধ্যে ২০১৫ সালে যখন পরমাণু চুক্তি হয়, তখন এর ঘোর বিরোধিতা করেছিল সৌদি আরব ও ইসরায়েল।