logo
আপডেট : 7 March, 2021 22:49
'উইগুর গণহত্যা নিয়ে কথা বলতে বাধ্য যুক্তরাষ্ট্র'
মেইল রিপোর্ট

'উইগুর গণহত্যা নিয়ে কথা বলতে বাধ্য যুক্তরাষ্ট্র'

চীনে চলমান মানবাধিকার লঙ্ঘনের মধ্যে উইগুর সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। সেই সঙ্গে তিনি দৃঢ়ভাবে বলেন, ‘এ গণহত্যা নিয়ে কথা বলার বাধ্যবাধকতা রয়েছে যুক্তরাষ্ট্রের’।

ক্যাম্পেইন ফর উইগুরস (সিএফইউ) এর প্রতিনিধিদের সঙ্গে এক সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে পেলোসি বলেন, ‘যদি আমরা বাণিজ্যিক স্বার্থের কারণে চীনকে মানবাধিকারের বিষয়ে স্পষ্টভাবে কথা বলতে না পারি, তাহলে বিশ্বের যে কোনো জায়গার মানবাধিকার নিয়ে কথার বলার নৈতিক কর্তৃত্ব আমরা হারিয়ে ফেলবো। ’

উইগুরদের বর্তমান অবস্থা কী এবং এ গণহত্যা বন্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয় ওই সভায়।

এদিকে, মানবাধিকার বিষয়টি নিয়ে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় ওয়ার্ল্ড উইগুর কংগ্রেসের মহাপরিদর্শক আবদুলহাকিম ইদ্রিস যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উইগুর গণহত্যা নিয়ে কথা বলেছেন এবং চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।