logo
আপডেট : 7 April, 2021 01:03
টোকিও অলিম্পিকে অংশ নেবে না উত্তর কোরিয়া
স্পোর্টস ডেস্ক

টোকিও অলিম্পিকে অংশ নেবে না উত্তর কোরিয়া

জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অংশ নেবে না উত্তর কোরিয়া। দেশটির খেলোয়াড়দের করোনা থেকে রক্ষা করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী ২৩ জুলাই থেকে বৈশ্বিক খেলাধুলার সবচেয়ে বড় এ আসর শুরু হওয়ার কথা রয়েছে। 

১৯৮৮ সালের পর এই প্রথমবারের মতো অলিম্পিকে থাকছে না উত্তর কোরিয়া। সেই বছর শীতল যুদ্ধের কারণে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত অলিম্পিকে অংশ নেয়নি উত্তর কোরিয়া।

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বলেছে, তারা এখনো উত্তর কোরিয়ার কাছ থেকে অলিম্পিকে অংশ না নেওয়ার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক আবেদনপত্র পায়নি। এমনকি ক্রমাগত অনুরোধ সত্ত্বেও দেশটির অলিম্পিক কমিটির সঙ্গে টেলিফোনে কোনো আলোচনা করা যায়নি।

গতবছর করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার তা নিয়ন্ত্রণে বিভিন্ন কঠোর পদক্ষেপ নিয়েছে উত্তর কোরিয়ার সরকার। তখন থেকেই দেশটি থেকে কোনো ট্রেন বাইরের দেশে যায়নি এবং ঢোকেওনি। এছাড়া বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ রাখা হয়েছে।