logo
আপডেট : 24 May, 2021 23:50
রোহিঙ্গাদের ফেরা নিয়ে মিয়ানমারের জান্তার সন্দেহ
মেইল রিপোর্ট

রোহিঙ্গাদের ফেরা নিয়ে মিয়ানমারের জান্তার সন্দেহ

রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে পারবে কি না, সেটি নিয়ে সন্দেহ জানিয়েছেন দেশটির সামরিক শাসক মিন অং হ্লাইং।

হংকংভিত্তিক টেলিভিশন ফোনিক্সে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ফেরা যদি মিয়ানমারের আইন সমর্থন না করে, তাহলে আর কী করার আছে? পৃথিবীর কোনো দেশ নিজেদের আইনের বাইরে গিয়ে শরণার্থীদের গ্রহণ করবে না।’

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানেও কাজ হবে না বলে সাক্ষাৎকারে ইঙ্গিতে জানান মিন অং হ্লাইং। তাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে মুখে কোনো জবাব না দিয়ে মাথা নাড়েন মিয়ানমারের এই জান্তা।

১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এটিই তার প্রথম প্রকাশ্য সাক্ষাৎকার।

২০১৭ সালে সেনাবাহিনী পরিচালিত গণহত্যা ও অগ্নিসংযোগ থেকে বাঁচতে মিয়ানমার থেকে ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে আসে।

সামরিক বাহিনীর দ্বারা উৎখাত মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিও রোহিঙ্গাদের ওপর নিপীড়নের সাফাই গেয়েছিলেন।

সেনা অভ্যুত্থানের পর মিন অং হ্লাইং বলেছিলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া হবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যত কোনো অগ্রগতি নেই।