logo
আপডেট : 6 September, 2021 11:57
পাঞ্জশিরে বিজয় ঘোষণা তালেবানের
মেইল রিপোর্ট

পাঞ্জশিরে বিজয় ঘোষণা তালেবানের

তুমুল লড়াই শেষে আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকা পুরোপুরি নিজেদের দখলে নেয়ার ঘোষণা দিয়েছে তালেবান।

তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ সোমবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ ঘোষণা দেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে। বিবৃতিতে তালেবান বলেছে, ‘এই বিজয়ের মধ্য দিয়ে আমাদের দেশ এখন পুরোপুরিভাবে কঠিন এক যুদ্ধ থেকে মুক্ত হলো।’

আফগানিস্তানের সবচেয়ে ছোট প্রদেশ পাঞ্জশিরের দখল নিতে গত কয়েক দিন ধরে সেখানকার ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) সঙ্গে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছিল তালেবান। এতে উভয় পক্ষে শতাধিক মানুষের মৃত্যুর খবর দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মধ্য দিয়ে তালেবান আফগানিস্তানের সবকিছুতে নিয়ন্ত্রণ নিলেও দেশটির সবচেয়ে ছোট প্রদেশ পাঞ্জশির দখল করতে পারছিল না। প্রদেশটিকে তালেবান মুক্ত রাখার ঘোষণা দেন ‘পাঞ্জশিরের সিংহ’ খ্যাত আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ।

সোভিয়েত ইউনিয়ন আমল এবং ২০ বছর আগে তালেবানের শাসনের সময় পাঞ্জশিরের যোদ্ধারা বীরত্বের পরিচয় দিলেও এবার আর পেরে উঠল না তারা। তালেবানের হাতেই চলে গেল প্রদেশটির নিয়ন্ত্রণ।

এর আগে আফগানিস্তানের সংবাদমাধ্যম জানায়, পাঞ্জশিরে যুদ্ধ থামিয়ে আলোচনায় বসতে তালেবানকে আহ্বান জানিয়েছেন দেশটির ধর্মীয় নেতারা। এ আহ্বানে পাঞ্জশির নেতা আহমেদ মাসুদ সাড়া দিলেও তালেবান থেকে কোনো প্রতিক্রিয়া বা জবাব আসেনি।

পাঞ্জশির দখলের মধ্য দিয়ে আফগানিস্তানে আর কোনো ভূ-খণ্ড থাকল না, যেটি তালেবান নিয়ন্ত্রণের বাইরে।