logo
আপডেট : 6 September, 2021 12:17
প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান
মেইল রিপোর্ট

প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান

জাপানের প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে পার্লামেন্ট সদস্যদের পর্যাপ্ত সমর্থন পেয়েছেন মন্ত্রিসভার সাবেক সদস্য সানাই তাকাইচি। তিনি দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

এর মধ্য দিয়ে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানাই তাকাইচি।

এর আগে ক্ষমতাসীন দল এলডিপির প্রেসিডেন্ট পদের দৌড়ে আইনপ্রণেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন তিনি। পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির নেতাই হবেন প্রধানমন্ত্রী।

তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেরও সমর্থন পেয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ বলে পরিচিত।

জাপানের জাতীয় প্রতিরোধ বাহিনী প্রতিষ্ঠার পক্ষে তিনি সাংবিধানিক সংশোধনের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। ১৯৯৩ সালে সানাই তাকাইচি প্রথম পার্লামেন্টের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। পরে বর্তমানে বিলুপ্ত হওয়া নিউ ফ্রন্টিয়ার পার্টিতে যোগ দেন।