আনুষ্ঠানিকভাবে সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যের মর্যাদা পেয়েছে ইরান। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত সংস্থাটির ২১তম শীর্ষ সম্মেলনে শুক্রবার ইরানকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করা হয়।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান জানিয়েছেন, সাংহাই সহযোগিতা সংস্থার নেতারা সর্বসম্মতিক্রমে ইরানের সদস্যপদ অনুমোদন করেছেন।
তিনি টুইটারে আরো বলেন, এই সংস্থার কৌশলগত সদস্যপদ ইরান এবং প্রতিবেশী ও ইউরেশিয়ার দেশগুলোর মধ্যে পূর্ণাঙ্গ সহযোগিতার দরজা খুলে দেবে।
ভারত, পাকিস্তান ও চীনসহ ন’টি সদস্য দেশ নিয়ে গঠিত এই সংগঠনের শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সংগঠনের নবম দেশ হিসেবে ইরানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আফগানিস্তানে ভারত যে গঠনমূলক কাজ করেছে, তাতে ইরানের চাবাহার বন্দর ব্যবহার করতে পেরেছে। এভাবেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিশ্বাস ও আস্থার সম্পর্ক গড়ে ওঠে, যা শান্তির পথে একান্ত প্রয়োজনীয়।
এই সম্মেলনে অংশ নিয়েছেন আটটি সদস্য দেশ ও পাঁচটি পর্যবেক্ষক রাষ্ট্রের প্রতিনিধিরা। সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়েও আলাপ সেরে নিচ্ছেন অংশগ্রহণকারী নেতারা।
শুক্রবার তাজিকিস্তানের রাজধানীর দুশানবেতে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন শুরু হয় এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের সদস্যপদ পাওয়ার বিষয়টি ঘোষণা করেন।