আপডেট : 21 September, 2021 00:53
রপ্তানি শুরু হলে বাংলাদেশকে আগে টিকা দেবে ভারত
মেইল রিপোর্ট
ফাইল ছবি।
অক্টোবরে রপ্তানি শুরু হলে বাংলাদেশকে আগে টিকা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে ভারতের হাইকমিশন।
সোমবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এই তথ্য জানায়।
হাইকমিশন থেকে বলা হয়, যৌক্তিক পরিমাণে সরবরাহ শিগগির শুরু হবে। বাংলাদেশের মতো অগ্রাধিকারে থাকা অংশীদাররা থাকবে প্রথম দিককার প্রাপকের তালিকায়।
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা বাংলাদেশ কিনলেও দেশটি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় আটকে আছে ২ কোটি ৩০ লাখ ডোজ টিকা আসা।
এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোভ্যাক্সের আওতায় অন্যান্য দেশকে টিকা দিয়ে সহযোগিতা করা হবে।