logo
আপডেট : 28 September, 2021 00:44
বিতর্কের মুখে আটকে গেল ‘ইনস্টাগ্রাম কিডস’
মেইল রিপোর্ট

বিতর্কের মুখে আটকে গেল ‘ইনস্টাগ্রাম কিডস’

প্রতীকী ছবি

ছবি ও ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে ১৩ বছরের কমবয়সীদের প্রবেশাধিকার দেয়ার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। শিশুদের সামাজিক যোগাযোগের এ প্ল্যাটফর্মটি ব্যবহার করতে দেয়ার জন্য ইনস্টাগ্রাম কিডস নামে নতুন একটি সংস্করণ তৈরির কাজ চলছিল।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোজেরির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ফেসবুক ‘অভিভাবক, বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর পরামর্শ ও দাবিদাওয়া’ আমলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের ফাঁস করা ফেসবুকের অভ্যন্তরীণ গবেষণায় ‘কিশোরীদের ওপর ইনস্টাগ্রামের নেতিবাচক প্রভাব’ প্রকাশের পর আসে এ সিদ্ধান্ত।

ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালে কিশোরীদের কাছে প্রশ্ন করা হয়েছিল যে ইনস্টাগ্রাম ব্যবহারে নিজেদের শরীর নিয়ে তাদের মধ্যে আফসোস তৈরি হয় কি না। এতে ৩২ শতাংশের উত্তর ছিল, ভীষণ আফসোস হয়; ২২ শতাংশ নিজেদের শরীর নিয়ে আত্মতৃপ্তির কথা জানায়; ৪৬ শতাংশের মতে, তাদের ওপর কোনো প্রভাব পড়েনি।

যদিও সাম্প্রতিক একটি ব্লগ পোস্টে ফেসবুকের প্রধান গবেষক প্রতিতি রায়চৌধুরী দাবি করেছিলেন, ‘কৌশলগত দিক থেকে জরিপটি উপলব্ধিতে ত্রুটি রয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের’। ‘মাত্র ৪০ শতাংশ কিশোর-কিশোরীর তথ্যের ওপর নির্ভর করা হয়েছে জরিপে’ এবং ‘প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইনস্টাগ্রামের নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে’ বলে দাবি করেন তিনি।

ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে হলে ন্যূনতম বয়স হতে হয় ১৩ বছর। কিন্তু মিথ্যা তথ্য ব্যবহার করে অনেক শিশুই প্ল্যাটফর্মটির অপব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।

এ অবস্থায় সংকটের ‘বাস্তব সমাধান’ হিসেবে শিশুদের জন্য ইনস্টাগ্রাম কিডস চালুর পরিকল্পনা নিয়েছিল ফেসবুক। বলা হচ্ছিল, এতে মিথ্যা বলে ইনস্টাগ্রাম ব্যবহার করতে হবে না শিশুদের। একই সঙ্গে শিশুদের জন্য নতুন প্ল্যাটফর্মটির কনটেন্টও থাকবে তাদের বয়স অনুযায়ী পরিশীলিত।

চলতি বছরের এপ্রিলে ক্যাম্পেইন ফর আ কমার্শিয়াল-ফ্রি চাইল্ডহুড নামের একটি কর্মসূচি থেকে ‘ছবিভিত্তিক প্ল্যাটফর্ম’ হিসেবে ইনস্টাগ্রামকে শিশুদের স্বাস্থ্য ও ব্যক্তিগত গোপনীয়তার জন্য বিপজ্জনক আখ্যায়িত করা হয়। কর্মসূচির পক্ষে ৯৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বাক্ষরিত খোলা চিঠিতে ইনস্টাগ্রাম কিডস প্রকল্প বাতিলের আহ্বান জানানো হয়।

নতুন এক ব্লগ পোস্টে মোজেরি জানান, ১০ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ইনস্টাগ্রামের একটি সংস্করণ চালু করা বাস্তব সমাধান বলে এখনও মনে করেন তিনি।

তিনি বলেন, ‘পরিচয়পত্রবিহীন শিশুদের বয়স যাচাইয়ের কাজের জন্য অ্যাপের সক্ষমতার ওপর নির্ভর করার চেয়ে ইনস্টাগ্রামের নতুন সংস্করণ চালু করাই অধিক কার্যকর সিদ্ধান্ত। কারণ বাস্তবতা হচ্ছে, শিশুরা ইনস্টাগ্রাম ব্যবহার করছে।’

ইনস্টাগ্রাম কিডসের কাজ স্থগিত থাকলেও বিদ্যমান অ্যাপে ১৩ থেকে ১৯ বছর বয়সীদের অ্যাকাউন্টগুলো যেন অভিভাবকরা তত্ত্বাবধান করতে পারেন, তা নিশ্চিতে কাজ করছে ইনস্টাগ্রাম। এ বিষয়ে কয়েক মাসের মধ্যেই আরও ঘোষণা আসবে বলেও জানিয়েছেন মোজেরি।