রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ন্যাটো পোল্যান্ডে সেনা স্থাপনা ও সেনাবাহিনীর সংখ্যা বাড়ানোর যে উদ্যোগ নিচ্ছে, সেটির সমানুপাতিক জবাব দেবে রাশিয়া।
ইউরোপের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বিষয়ক বিভাগের প্রধান কর্মকর্তা ওলেগ তায়াপকিন বলেন, জবাব, সবসময়, হবে সমানুপাতিক এবং যথার্থ, রাশিয়ার নিরাপত্তার ওপর আসা হুমকি প্রতিহত করতে।
শুক্রবার সেন্ট্রাল ও ওয়েস্টার্ন ইউরোপের ৯টি দেশ সামরিক জোট ন্যাটোকে আহ্বান জানায় তারা যেন তাদের ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্কটির পরিধি বাড়ায়।
এরপরই রাশিয়ার পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হলো।
বৈঠকে বুলগেরিয়া, চেক রিপাবলিক, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া এবং স্লোভাকিয়ার নেতারা রোমানিয়ার রাজধানী বুচারেস্টে মিলিত হন।
ন্যাটো সামিটের তিন সপ্তাহের কম সময়ের আগে জোটটিকে তারা এমন আহ্বান জানিয়েছেন।
গত মাসে ন্যাটোর ডেপুটি সেক্রেটারি জেনারেল মিরসিয়া জিওনা বলেন, ইস্টার্ন ইউরোপে সেনা না পাঠানোর যে কথা ন্যাটো দিয়েছিল সেটি মেনে চলার জন্য তারা আর এখন বাধ্য না।