logo
আপডেট : 12 October, 2022 16:06
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে জবাব দেয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
মেইল রিপোর্ট

রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে জবাব দেয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইউক্রেন যুদ্ধে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন এমন হুঁশিয়ারি দেন।
 
সাক্ষাৎকারে সিএনএন বাইডেনকে জিজ্ঞাসা করে যে ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর জন্য সীমা রেখা কী এবং পুতিন যদি ইউক্রেনের একটি পারমাণবিক প্ল্যান্ট বোমা ফেলে তাহলে ওয়াশিংটন কী করবে?

এর জবাবে বাইডেন বলেন, আমরা কী করব বা করব না তা নিয়ে কথা বলা আমার জন্য দায়িত্বজ্ঞানহীন হবে।  

ইন্দোনেশিয়ায় হতে যাওয়া জি-২০ সম্মেলনে বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এতে শর্ত থাকবে। যদি মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের আলোচনা করতে চান পুতিন তাহলে বসা যাবে।  

উল্লেখ্য, মাদক মামলায় মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে নয় বছরের কারাদণ্ড দিয়েছেন রাশিয়ার একটি আদালত। তিনি এখন রাশিয়ায় কারাভোগ করছেন।  

বাইডেন আরও বলেন, পুতিন নৃশংস আচরণ করেছে, আমি মনে করি সে যুদ্ধাপরাধ করেছে।  তাই আমি তার সঙ্গে এখন দেখা করার কোন যুক্তি দেখতে পাচ্ছি না।  

এদিকে, রাশিয়া ইউক্রেনে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখায় নিন্দা জানিয়েছে বিশ্বের সাতটি ধনী দেশের গ্রুপ জি-৭। পাশাপাশি পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে এর ফল ভোগ করতে হবে বলেও জানায় গ্রুপটি। একটি বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়।