অনলাইন ডেস্ক:
ঘুষ-জালিয়াতির মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে আরও ৩ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির জান্তা সরকারের একটি আদালত। বুধবার (১২ অক্টোবর) তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাসেও নোবেল বিজয়ী এই বিতর্কিত নেত্রীকে ৪বছরের কারাদণ্ড দেয়া হয় সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি এবং কোভিড আইন ভঙ্গের অভিযোগে।
৭৭ বছর বয়সী নোবেল জয়ী অং সান সুচি নেইপিদোর নির্জন কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে করা সব মামলার শুনানিতে এখন সেখান থেকেই অংশ নিচ্ছেন তিনি। সুচির বিরুদ্ধে অফিসিয়াল গোপনীয়তার আইন লঙ্ঘন, দুর্নীতি ও নির্বাচন জালিয়াতিসহ ১৮টি অভিযোগে মামলা চলছে মিয়ানমার জান্তা সরকারের আদালতে। এসব মামলায় সবকটিতে সাজা হলে তার ১৯০ বছর পর্যন্ত জেল হতে পারে। যদিও এসব মামলায় আনা অভিযোগ প্রতাখ্যান করছেন তিনি।
৭৭ বছর বয়সী সুচি বন্দী হন ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি, জেনারেলরা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আগের সরকারকে হঠিয়ে ক্ষমতা দখলের দিন থেকেই। আর এর মধ্যে দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির সংক্ষিপ্ত সময়ের গণতন্ত্রের পতন ঘটে।