logo
আপডেট : 18 October, 2022 01:11
ন্যাটোর পারমাণবিক মহড়া
মেইল রিপোর্ট

ন্যাটোর পারমাণবিক মহড়া

রাশিয়ার সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যেই পশ্চিম ইউরোপে পারমাণবিক মহড়া চালিয়েছে উত্তর আটলান্টিক জোট (ন্যাটো)। সোমবার (১৭ অক্টোবর) পশ্চিম ইউরোপে শুরু হওয়া এই মহড়া পুরো অক্টোবর জুড়ে চলবে বলে জানিয়েছে ন্যাটো।

ন্যাটো বলেছে, নিয়মিত এবং পুনরাবৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। ইউক্রেনের যুদ্ধ শুরুর আগেই এই পারমাণবিক মহড়ার পরিকল্পনা করা হয়। বর্তমান পরিস্থিতির সঙ্গে এই মহড়ার কোনো সম্পর্ক নেই।

মহড়ায় দূরপাল্লার মার্কিন বি-৫২ বোমারু বিমান এবং ৬০টির বেশি যুদ্ধবিমান অংশ নেবে। মহড়া চলাকালীন বেলজিয়াম, যুক্তরাজ্য এবং উত্তর সাগরের আকাশজুড়ে এসব বিমান নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবে।  

এ নিয়ে ন্যাটোর মহাসচিব জেন্স স্টলেনবার্গ বলেছেন, আমরা যদি এখন হঠাৎ করে ইউক্রেন যুদ্ধের কারণে একটি নিয়মিত, দীর্ঘ-সময়ের পরিকল্পিত মহড়া বাতিল করি, তাহলে সেটি অত্যন্ত ভুল সংকেত পাঠাবে।

ন্যাটো বলেছে, রাশিয়ার পারমাণবিক দৃষ্টিভঙ্গিতে কোনও ধরনের পরিবর্তন এখনো দেখা যায়নি।