logo
আপডেট : 22 October, 2022 23:58
রাশিয়ার ১৮ মিসাইল ধ্বংসের দাবি ইউক্রেনের
মেইল রিপোর্ট

রাশিয়ার ১৮ মিসাইল ধ্বংসের দাবি ইউক্রেনের

রাশিয়ার নিক্ষেপ করা কমপক্ষে ১৮টি ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

শনিবার ইউক্রেনের বিমান বাহিনী সূত্র জানায়, আমাদের বিমান বাহিনী, এন্টি-এয়ারক্রাফট মিসাইল ইউনিট ও ভ্রাম্যমাণ ইউনিট শত্রুদের ১৮টি ক্রুজ মিসাইল ধ্বংস করেছে।

ইউক্রেনের বিমান বাহিনী অনলাইনে আরও জানায়, কৃষ্ণ সাগরে অবস্থিত জাহাজ থেকে রাশিয়া ক্যালিবার ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে।

সিএনএন এসব তথ্য জানিয়েছে। তবে নিরপেক্ষভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন।

অন্যদিকে আলাদা এক বিবৃতিতে কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানান, শনিবার রাজধানী কিয়েভ লক্ষ্য করে রাশিয়ান বাহিনীর ছোড়া বেশ কয়েকটি মিসাইল ধ্বংস করেছে বিমান বাহিনী।

এদিকে রাশিয়ার একের পর এক হামলায় ইউক্রেনের বেশ কয়েকটি এলাকা এখনও অন্ধকারে নিমজ্জিত। স্থানীয় সরকারি সূত্র জানায়, শনিবারও অনেক এলাকা বিদ্যুৎহীন ছিল।

রাশিয়ার ব্যাপক হামলার পর গত ১০ অক্টোবর থেকেই ইউক্রেনের অনেক এলাকায় মারাত্মক বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।