logo
আপডেট : 26 October, 2022 21:09
আইএমএফের কাছ ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ
ঢাকা অফিস

আইএমএফের কাছ ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফাতিমা ইয়াসমিন বলেন, আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। আজ ছিল প্রথম বৈঠক। সামনে আরও আলোচনা চলবে।

ফাতিমা ইয়াসমিন বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। আজ ছিল প্রথম মিটিং। মিটিং শুরু হয়েছে, সামনে আরও আলোচনা চলবে।

এর আগে বুধবার আইএমএফ প্রতিনিধি দল ১৫ দিনের সফরে ঢাকায় আসেন। আইএমএফ মিশনের প্রধান রাহুল আনন্দ এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ দলটি ৯ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে।

এসময়ে তারা বাংলাদেশের জন্য আগামীর ঋণ কর্মসূচি এবং নতুন করে দীর্ঘ মেয়াদে ঋণ দিতে আর্থিক খাতের সংস্কার ও নীতি নিয়ে আলোচনা করবে বলে জানা গেছে। প্রতিনিধি দলটি কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাংলাদেশে সরকারের নীতি নির্ধারক এবং অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করবে।