logo
আপডেট : 26 October, 2022 21:26
খেরসনে তুমুল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
মেইল রিপোর্ট

খেরসনে তুমুল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে তুমুল যুদ্ধের প্রস্তুতই নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এমনটি দাবি করেছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেস্কি আরেসটোভভিচ এক ভিডিওবার্তায় জানান,  ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণ ঠেকাতে তুমুল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

তিনি বলেন, খেরসনের সবকিছু পরিষ্কার। রাশিয়ার সেনারা সেখানে আবার জড়ো হয়ে শক্তিশালী অবস্থান নিচ্ছেন। তার মানে কেউ সেখান থেকে পিছু হটার জন্য প্রস্তুত নয়। খেরসনে তীব্র যুদ্ধ হতে যাচ্ছে।

ইউক্রেন যুদ্ধের শুরুতেই খেরসন দখল করে রাশিয়া। তবে সম্প্রতি ইউক্রেনে বাহিনী ওই অঞ্চলের কয়েকটি এলাকা পুনরুদ্ধার করে। এতে পিছু হটে রুশ সেনারা। পাশাপাশি দিনিপ্রো  নদীর পশ্চিম তীরে তাদের আটকা পড়ার ঝুঁকি রয়েছে। এ জন্যই রুশ সেনারা খেরসনে বড় হামলা চালাতে চায় বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা।