logo
আপডেট : 2 November, 2022 23:21
ইউক্রেনে প্রবেশ করলো মার্কিন সেনা
মেইল রিপোর্ট

ইউক্রেনে প্রবেশ করলো মার্কিন সেনা

ইউক্রেনের ভূখণ্ডে প্রবেশ করেছে আমেরিকার সেনা এবং তারা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পক্ষ থেকে পাঠানো অস্ত্র বিতরণের বিষয়টি পর্যবেক্ষণ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে এ কথা জানিয়েছেন।

তবে আমেরিকার কত জন সেনা ইউক্রেনের প্রবেশ করেছে এবং কোথায় তারা কাজ করছে এ বিষয়ে ওই কর্মকর্তা বিস্তারিত কিছু জানাননি।

তিনি জানান, ব্রিগেডিয়ার জেনারেল গ্যারিক হারমোনের নেতৃত্বে মার্কিন সেনারা ইউক্রেনে কাজ করছে। জেনারেল গ্যারিক হচ্ছেন ইউক্রেনে মার্কিন দূতাবাসের সামরিক অ্যাটাশে।

পেন্টাগনের কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এসব সেনা এরইমধ্যে বেশ কয়েকটি পরিদর্শনের কাজ শেষ করেছেন কিন্তু ইউক্রেনের কোন কোন এলাকায় তারা অস্ত্র বিতরণের কাজ পরিদর্শন করছে তা তিনি জানাননি।

তিনি বলেন, একেবারে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকায় তারা অস্ত্র বিতরণ করার কার্যক্রম পরিদর্শন করছে না।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরুর আগে আমেরিকা বা ন্যাটো যেসব অস্ত্রের চালান পাঠিয়েছে সেগুলো ইউক্রেনের অভ্যন্তরে দেখভাল করতো মার্কিন সেনারা।

কিন্তু রাশিয়ার সামরিক অভিযান শুরুর কয়েকদিন আগে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হয়। এখন নতুন করে আবার অস্ত্র সরবরাহের ব্যাপারটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।