logo
আপডেট : 27 November, 2022 00:10
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে রকেট হামলা
মেইল রিপোর্ট

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে রকেট হামলা

তুরস্ক ও সিরিয়ার সীমান্তে উত্তেজনা চলার মধ্যেই সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। মার্কিন এক পেট্রোল ঘাঁটিতে এ হামলায় কেউ হতাহত হয়নি।

এক বিবৃতিতে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার (২৫ নভেম্বর) সিরিয়ার দক্ষিণাঞ্চলের আল-সাদ্দাদি ঘাঁটিতে অবস্থানরত যৌথ বাহিনীর সেনাদের লক্ষ্য করে হামলা হয়েছে। কেউ হতাহত হয়নি। কোনো ক্ষতিও হয়নি।

এ হামলার নেপথ্যে কারা, সেটি পরিষ্কার করেনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড। কোনো গোষ্ঠী বা সংগঠনও এ হামলার দায় স্বীকার করেনি।

এর আগে গত গত ১৩ নভেম্বর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বোমা হামলা চালানো হয়। সশস্ত্র কুর্দি দল ওয়াইপিজে ও পিকেকে এ ঘটনায় অভিযুক্ত করা হয়। এরপর সিরিয়ায় কুর্দি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় আঙ্কারা। এর মধ্যেই সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে রকেট হামলার ঘটনাটি ঘটল।